ডেস্কঃ বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ "চট্টগ্রাম মহানগর এর নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান চুন্নু। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম মরহুম জননেতা" জহুর আহামদ চৌধুরীর" সুযৌগ্য সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ মাননীয় চেয়ারম্যান জনাব "মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরীকে সভাপতি ও ভিপি" উত্তম কুমার বড়ুয়া'কে" সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যের কমিটি অনুমোদন করেন।
"বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ " কেন্দ্রীয় সংসদ এর পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান চুন্নু নবনির্বাচিত সবাইকে মুজিবীয় অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন তাদের উপর আমাদের কেন্দ্রীয় কমিটির আস্থা ও বিশ্বাস আছে আপনারা সংগঠন কে সুসংগঠিত করে বঙ্গবন্ধু আদর্শ কে বুকে দারন করে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।
Comments
Post a Comment