Skip to main content

Posts

Showing posts from February, 2021

সারিন্দার তালে গান গেয়ে সংসার চলে অন্ধ সুনীলের, চান সরকারি সহায়তা

ডেস্কঃ তিন তারের বাদ্যযন্ত্র সারিন্দা। যন্ত্রের তিন তারে সুর তুলে দরদ ভরা কন্ঠে গান গেয়ে পরিবারের তিন সদস্যের মুখের আহার যোগান  দৃষ্টি প্রতিবন্ধী সুনীল(৪০)। ছোটবেলায় বিনা চিকিৎসায় দৃষ্ঠিহারা সুনীল জীবন-জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছেন সারিন্দা।সারাদিন বিভিন্ন জায়গায় গান গেয়ে উপার্জিত টাকায় চালান সংসারের খরচ। ১১ বছরের একমাত্র ছেলে আর বউকে নিয়ে সুনীলের সংসার। অন্ধ সুনীল বলেন - প্রতিবন্ধী ভাতার টাকা আর গান বাজনা করে যা রোজগার করি তাতে খুব কস্টে দিন যায়। বাপের কোন জমিজমা নাই মামা বাড়ী করার জন্য জমি দিয়েছে। টাকার অভাবে ঘর তুলতে পারছি না। শুনেছি যাদের ঘর নাই শেখ হাসিনা তাদের ঘর দিচ্ছে। আমাকেও যদি ঘর দিত তাহলে আমার খুব উপকার হত। আমি অন্ধ সারাজীবন শেখ হাসিনার জন্য দোয়া করে যেতাম। আমার স্বামী তো চোখে দেখে না। সে আর কি কাজ করবে? সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় সারিন্দা বাজিয়ে গান গেয়ে যা আয় করে তা দিয়ে কোনমতে বাচ্চটাকে নিয়ে দিন পাড় করছি। তিন জনের সংসারে অন্ধ মানুষটার সামান্য আয়ে একমাত্র ছেলেটাকে ঠিকমতো খাওয়াতে পড়াতে পারিনা। তিনজনের আহার যোগাতে মানুষটা সেই  ভোরে সারিন্দা হাতে বের হ...

বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ বাগেরহাট মোরেলগজ্ঞ নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন _কেন্দ্রীয় নির্বাহী সংসদ

  ডেস্কঃ বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ "বাগেরহাট মোরেলগজ্ঞ উপজেলার নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন  ভাই শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি খন্দকার রোমান হাসান পপি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, ও কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান চুন্নু। ফারাবি খান হাসিব কে সভাপতি ও এইচ,এম সকিকুল ইসলাম সাকিব কে সাধারন সম্পাদক মনোনীত করে  আংশিক কমিটি অনুমোদন করেন। "বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ " কেন্দ্রীয় সংসদ এর পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান চুন্নু নবনির্বাচিত সবাইকে মুজিবীয় অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন   তাদের উপর আমাদের কেন্দ্রীয় কমিটির আস্থা ও বিশ্বাস আছে আপনারা সংগঠন কে সুসংগঠিত করে বঙ্গবন্ধু আদর্শ কে বুকে দারন করে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ্।